west bengal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:শেখ শাহজাহান মামলায় একযোগে ডিভিশন বেঞ্চে আবেদন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং রাজ্য সরকারের। দ্রুত মামলার শুনানির আবেদন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী আবেদনে বলেন মামলার শুনানি বকেয়া থাকায় তদন্ত প্রক্রিয়া পুরোপুরি থমকে রয়েছে। ফলে অভিযুক্ত নিশ্চিন্তে কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত এই মামলার শুনানি করা হোক। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দ্রুত শুনানির আবেদন জানান। ডিভিশন বেঞ্চ জানিয়েছে
শেখ শাহজাহান প্রসঙ্গে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “ব্রিটিশরা অনেক স্বাধীনতা সংগ্রামীকে খুঁজে পায়নি। এখনও বহু রাজ্যে বহু ক্রিমিন্যাল ঘুরে বেড়াচ্ছে। সবসময় খোঁজ মিলবেই তাঁর কোনও মানে নেই।” যদিও এর পাশাপাশি তিনি আরও বলেন, শেখ শাহজাহান যদি অপরাধ করে তবে আদালত শাস্তি দেবে। দল কোনও অন্যায় বরদাস্ত করে না বলেই জানান তিনি। কলকাতা হাইকোর্টে চলা শেখ শাহজাহান অনুগামীদের হাতে আক্রান্ত হওয়া ইডি আধিকারিকদের মামলায় শেখ শাহজাহানের উপস্থিতি আইনজীবী মারফত বিচারপতি জয় সেনগুপ্ত আত্মসমর্পণ করার পরামর্শ দিয়েছিলেন।
এদিন গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় মেঘের আড়াল থেকেই ব্যাংকশাল আদালতে ইডি র বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন জানায় শেখ শাহাজাহান। যদিও সেই জামিন সংক্রান্ত মামলার শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি। আগামী শনিবার সেই মামলার শুনানি রয়েছে।