July 27, 2024 10:49 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

July 27, 2024 10:49 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিন অ্যালেনের ঝোড়ো ব্যাটিং, স্বস্তিতে বিরাটের দল

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#cricket#Royal Challengers#Bangalore#team

Finn Allen’s batting, Virat’s team in relief

দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : অবশেষে স্বস্তি পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল। অবশ্য স্বস্তি না অস্বস্তি সেটা বলতে পারবেন আরসিবির কোচই। আইপিএলের নিলামের পর থেকেই আরসিবির বোলিং লাইন আপ নিয়ে সমালোচনা হচ্ছিল। ব্যাটিংয়েও দুপ্লেসিস, ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন ছিলেন। তবে ম্যাক্সওয়েলের ধারাবাহিকতার অভাব সব সময়ই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় দলের কাছে। যেখানে দলের ব্যাটিংই মুল শক্তি, সেখানে ধারাবাহিকতার অভাব থাকলে চিন্তা তো থাকবেই টিম ম্যানেজমেন্টের। কিন্তু এরই মধ্যে স্বস্তি দিলেন আরসিবির ব্যাটার ফিন অ্যালেন । নিউজিল্যান্ডের এই ব্যাটার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দুরন্ত পারফরমেনস্ করেই চলেছেন। প্রথম টি20 ম্যাচে করেছিলেন ১৫ বলে ৩৪ রান। দ্বিতীয় টি20 ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ৪১ বলে ৭৪ রান। আর তৃতীয় টি20 ম্যাচে তো ৪৮ বলে শতরান করে নজির গড়ে ফেললেন কিউয়ি ব্যাটার। ৬২ বলে করলেন মোট ১৩৭ রান। এই ইনিংসে ১৬টি ৬ মেরে রেকর্ড গড়ে ফেলেছেন অ্যালেন। ওপেনিং করতে এসে শুরু থেকেই আগ্রাসি মেজাজে ব্যাটিং করেন এই কিউয়ি ব্যাটার। তার দাপটে সিরিজ ৩-০ জিতে নেয় কিউয়িরা। তার ব্যাটিং দেখে অবশ্যই আইপিএলের আগে অন্তত ব্যাটিংয়ে স্বস্তি পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তা বলাই যায়। তবে অস্বস্তিরও কারণ থাকছে। তাকে খেলাতে গেলে ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন বা দুপ্লেসিসের মধ্যে কাউকে বসতে হবে। কারণ বলেন শুধুই ব্যাটিং করেন। তবে ম্যাক্সওয়েল এবং গ্রিন বোলিংও করেন। ফলে দল বাছাইয়ের ক্ষেত্রে একটু অস্বস্তি বাড়ল বলাই যায়।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top