kolkata
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক
প্রয়াত কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের মা গীতা ঘোষ। আরজিকর হাসপাতালে মৃত্যু। অগ্নিদগ্ধ হয়েছিলেন তিনি। বয়স হয়েছিল ৮৫, গত ২৭ জানুয়ারি ঘরের পুজোর কাজ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন। শরীরের প্রায় ৬৫-৭০ শতাংশ পুড়ে যায়। তাকে ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে। তিন দিনের মাথায় হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।গত তিনদিনের লড়াইয়ের পর থেমে গেল জীবনযুদ্ধ। আর জি কর হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের মা।
পরিবার সূত্রের খবর,গত শনিবার বাড়িতে পুজো করার সময় ঘটে দুর্ঘটনা। প্রদীপ থেকে কোনওভাবে আগুন লেগে যায় বৃদ্ধার শাড়িতে। দাউদাউ করে জ্বলে ওঠে শাড়ি। আর্তনাদ শুরু করেন তিনি। চিৎকারে পরিবারের সদস্যরা এসে দেখেন দাউদাউ করে জ্বলছে আগুন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আর জি কর মেডিক্যাল কলেজে। অতীন ঘোষের মায়ের শরীরের ৬৫ থেকে ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। তড়িঘড়ি চিকিৎসা শুরু হলেও সাড়া দিচ্ছিলেন দেরিতে। ফলে দুশ্চিন্তা ছিলই। বুধবার সকালে বৃদ্ধাকে মৃত ঘোষণা করলেন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।