“vivek chetana” is observed with disabled children. Vivekananda’s birthday is celebrated
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : দক্ষিণ হাওড়া মুক্তধারা ও অলক ফাউন্ডেশন সংগঠনের পক্ষ থেকে “বিবেক চেতনা” – র আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও ছোট্ট এই অনুষ্ঠান আয়োজন করেছিল।
১২রই জানুয়ারী এলেই রাজ্যজুড়ে স্বামীজি বিবেকানন্দ কে স্মরণ করে দিকে দিকে “বিবেক চেতনা” উদযাপন করা হয়। শুক্রবার ধর্মতলার ট্রামে করে মানসিক প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের ঘোরানো হয়। বেহালা বোধয়ন স্কুলের প্রতিবন্ধী পড়ুয়াদের নিয়েই এই অনুষ্ঠানটি পালিত হয়।
রাজ্য প্রথমবার মানসিক প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের নিয়ে বিবেকানন্দের জন্মদিনটা পালন করেছে বলে জানান, দক্ষিণ হাওড়া মুক্তধারা ও অলক ফাউন্ডেশন সংগঠনের উদ্যোক্তারা।
ট্রামের মধ্যেই ছোটো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রতিবন্ধী পড়ুয়াদের হাতে গাছ এবং ছোটো উপহার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অথিতি রূপে আইনজীবী দেবযানী ঘোষ উপস্থিত ছিলেন।
এই দিন এই মানসিক প্রতিবন্ধী পড়ুয়ারা সেজে ছিল বিবেকানন্দ। সারাদিন ধরে এইভাবে ‘যুব দিবস ‘টি পালন করা হলো কলকাতার বুকে।