Biman Bose formally inaugurated the progressive book fair at college street
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ১৮-২০ জানুয়ারি অবধি এসএফআই কলকাতা জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। তারই প্রচারে কলেজস্ট্রিটে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বইমেলার আয়োজন করেছে সংগঠনের কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটি। SFI ৩৩তম কলকাতা জেলা সম্মেলন উপলক্ষে প্রগতিশীল বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমান বসু। । তিনি বুক স্টল গুলো ঘুরে দেখেন। তারপর ছোটো করে বক্তৃতা রাখেন। তিনি বলেন, মানুষে মানুষে শত্রুতা হয়, লেখকে লেখকে বিরোধ হয়, কিন্তু বইয়েতে বইয়েতে বিরোধ হয় না। পাশাপাশি তিনি আরও বলেন যে, বই উপহার হিসেবে ভালো জিনিস। বই উপহার দেওয়া কমে গেছে এখন। বই পড়ুন সকলে।
কর্মসূচির মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সম্প্রতি ভাঙড়ে দাঁড়িয়ে ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। সেই প্রসঙ্গে বিমান বসু বলেন, ‘‘সওকত মোল্লা ভাঙড়ের কেউ নন। তিনি না ভাঙড়ের জনপ্রতিনিধি, না তিনি সরকারি পদে রয়েছেন। তারপরেও এলাকায় উত্তেজনা ছড়াতে এই জাতীয় কথা বলা হচ্ছে।’’ পাশাপাশি এদিন বিমান বসুকে প্রশ্ন করা হয়, দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ সামনে এলেও তার প্রভাব কেন নির্বাচনে পড়ছে না? এই প্রশ্নের উত্তরে বিমান বসু বলেন, ‘‘শাসকদলের তরফে চেষ্টা চলছে এই বিষয়টিকে গা সওয়া করে দেওয়ার। তৃণমূল এই কাজে সফল মনে করতেই পারে । কিন্তু বাস্তবে বহু জায়গায় গণ প্রতিরোধ হচ্ছে।