Union Minister S Jaishankar once again attacked the Congress on the issue of Pakistan Occupied Kashmir.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীর ইস্যুতে আরও একবার কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি হেভিওয়েট নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী এস জয়শঙ্কর। নাম না করেই কংগ্রেসকে নিশানা করে জয়শঙ্কর বলছেন, কারোর দুর্বলতার কারণে পিওকে বা পাক অধিকৃত কাশ্মীরে কবজা করে পাকিস্তান। কিন্তু এই অংশ ভারতেরই অবিচ্ছেদ্য অঙ্গ। একই সঙ্গে তিনি বলেন, পাকিস্তান কখনও চাইলেও এই এলাকাকে নিজেদের বলে দাবি করতে পারবে না, কারণ এটি ভারতেরই অঙ্গ। পাকিস্তানের তরফ থেকে এখানে সমস্তরকম কাজ চালানো হচ্ছে তাঁদের নিজেদের এলাকা হিসেবে। কিন্তু সেই অধিকার তাঁদের নেই বলেই এক সভা থেকে দাবি করেছেন ভারতের বিদেশমন্ত্রী। আগে এই নিয়ে কেউ কথা বলত না, কিন্তু শেষ ১০ বছরে বিজেপির সরকার কেন্দ্রে আসার পর পিওকে নিয়ে ভারত নিজের অবস্থান স্পষ্ট করছে বলে দাবি করেছেন এই মন্ত্রী।