Actor Devdoot will contest from Barrackpore for the Left in this year’s Lok Sabha polls.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কঠিন ম্যাচে খেলতে নামছেন অভিনেতা দেবদূত ঘোষ। গতবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন টলিগঞ্জ কেন্দ্র থেকে। সেবার জেতা না হলেও নজর কেড়েছিলেন এক ইঞ্চিও জমি না ছেড়ে। তারই পুরস্কার এবার হাতে নাতে পেলেন এই অভিনেতা। এবারের লোকসভা ভোটে সব থেকে নজরকাড়া সিট ব্যারাকপুর থেকে লড়বেন তিনি। এই কেন্দ্রে বামেরা চাইছিল তারকা প্রার্থী দিতে। নাম উঠে এসেছিল শতরুপ ঘোষের। কিন্তু শেষ পর্যন্ত সব দিক ভেবে চিনতে দেবদূত ঘোষের ওপরই সিলমোহর দিল হাই কমান্ড। আপাতত দুই দিন ব্যারাকপুরের রুট ম্যাপ তৈরি করে নেবেন কাজের ফাঁকে। তারপরই শুটিংয়ে কাটছাঁট করে শুরু করে দেবেন প্রচার পর্ব। হাই ভোল্টেজ সিটে তিনি লড়াই করায় ভোট যে তিনি পাবেন তা বলতে লাগে না। কারণ অভিনেতা দেবদূত ঘোষের নিজের স্বচ্ছ ভাবমূর্তির পাশাপাশি আলাদা একটা ফ্যান বেসও আছে। বিশেষ করে সিরিয়াল প্রেমী মহিলা ও বয়স্কদের বেশ পছন্দ সদা ভদ্র শান্ত স্বভাবের দেবদুতকে। কিন্তু তার নির্বাচনে দারানত পার্থ ভৌমিক না অর্জুন সিং, কার ভোট কাটবে? আর কার কপাল পুড়ল তার উত্তর দেবে ভোটবক্স।