‘Ramayana should be included in the curriculum’, actor Arun Govil’s proposal to the government
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : অরুণ গোভিল রামানন্দ সাগরের সিরিয়াল ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন যেমন, তেমনি চর্চিত চরিত্রও হয়ে ওঠেন তিনি। আজও তাঁকে দেখে তার ভক্তরা প্রণাম করেন। ভক্তরা ভগবান রামের সঙ্গেই তাঁকে তুলনা করে থাকেন। রাম মন্দির উদ্বোধনে অযোধ্যায় গিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, হিন্দু রাষ্ট্রের জন্য, আপনি কি চান ? স্কুল-কলেজে কি রামায়ণ পড়ানো উচিত? তিনি ভগবান রামের প্রতি ভাবুক হয়ে বলেন যে রামায়ণ প্রত্যেকের জন্য একটি জীবন-দর্শন। তাই রামায়ণ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত। এটা স্কুল-কলেজের প্রতিটি পড়ুয়াদের পড়ানো উচিত।
তিনি বলেন, রামায়ণ থেকে অনেক কিছু শেখার আছে। জীবনে ছোট বড় সম্পর্ক কী ভাবে বজায় রাখতে হবে, যেকোনও কাজে ধৈর্য, সংযম থাকা উচিত, জীবনে কিভাবে শান্তি বজায় ও অর্জন করা যায় সব কিছুই পাওয়া যাবে।এটা সবার জন্য। এটা শুধু সনাতনীদের জন্য নয়।