রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
পরীক্ষার্থীদের পাশে নবান্ন। খোলা হলো ২৪ ঘন্টার কন্ট্রোআগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সব রকম প্রস্তুতি সেরে ফেলেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের অফিসে কন্ট্রোল রুম থাকছেই। এর পাশাপাশি এবার নবান্নেও কন্ট্রোল রুম খোলা হচ্ছে। ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরাও এখানে ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারবে।
রাজ্যজুড়ে প্রায় ২,৬৭৫ টির বেশি সেন্টারে মোট ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। ছাত্র ছাত্রীদের কাছে সেই অর্থে এটাই জীবনের প্রথম বড় পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে ছাত্র ছাত্রীদের থেকেও বেশি উৎকন্ঠিত থাকেন তাদের অভিভাবকরা। এটা স্বাভাবিক। নবান্নে কন্ট্রোল রুম খুলে তাদের পাশেই থাকতে চায় রাজ্য। তবে শুধু নবান্নেই নয়, রাজ্যের প্রতিটি জেলায় এমন কন্ট্রোল রুম খোলার জন্য জেলাশাসকদের নির্দেশ পাঠানো হয়েছে। ছাত্র ছাত্রী বা অভিভাবকরা যে কোনো প্রয়োজনে ১০৭০ এই টোল ফ্রি নম্বরে ফোন করতে পারবেন। প্রসঙ্গত এবছর মাধ্যমিক পরীক্ষার সময়সূচী পরিবর্তন করা হয়েছে। ১৯৮৮ সাল থেকে এতদিন পর্যন্ত বেলা বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত পরীক্ষার সময় স্থির ছিলো। এবছর তা পরিবর্তন করে সকাল নয়টা পঁয়তাল্লিশ থেকে বেলা একটা পর্যন্ত করা হয়েছে।