Absolute death DGG-X virus! WHO wants to tread carefully
বিদেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : বিশ্ব জুড়ে কান পাতলেই শোনা যাচ্ছে এক অজানা রোগ ছড়িয়ে পড়তে পারে। করোনার মতোই ফের কোনও ছোঁয়াচে রোগ ভয়ঙ্কর মহামারীর চেহারা নিতে পারে। মানুষে মানুষে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, মৃত্যুমিছিল শুরু হতে পারে। সোমবার থেকে পাঁচদিন ব্যাপী সুইৎজারল্যান্ডের দাভোসে বিশ্ব ইকোনমিক ফোরামের বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে বিশ্ব নেতাদের আলোচনায় উঠে এসেছে এক অজানা ভাইরাসের কথা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রধান টেড্রস অ্যাডহানম ঘেব্রেইসাস সতর্ক করে বলেছেন, ডিজিজ এক্স মহামারী ছড়াতে পারে বিশ্বে। তাঁর আশঙ্কা, করোনার চেয়েও ২০ গুণ বেশি মানুষ মারবে সেই অজানা ভাইরাস। ডিজিজ এক্স নিয়ে বিজ্ঞানীমহল দ্বিধাবিভক্ত। নানা রকম যুক্তি দেওয়া হচ্ছে। নানা রকম মত। ১৯৭৬ সালে প্রথম ইবোলা ভাইরাস চিহ্নিত করেছিলেন যে বিজ্ঞানী সেই জিন-জ্যাকাস মুয়েম্বি এই ডিজিজ-এক্সের কথা সামনে এনেছেন। বিজ্ঞানী বলেছেন, করোনার থেকেও মারাত্মক সংক্রামক ভাইরাল স্ট্রেন DGG-X। চিকিৎসকরা জানিয়েছেন ইবোলা ভাইরাসের জিনের গঠন বদলে অর্থাৎ জেনেটিক মিউটেশনের কারণে এই নতুন ধরনের ভাইরাল স্ট্রেনের জন্ম হয়েছে। যদিও কী ধরনের ভাইরাস বা কোন পর্যায় অবধি সংক্রমণ ছড়াতে পারে তার বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট করে নি। সমগ্র বিশ্ববাসীর কাছে এখনও তাজা সেই বিভীষিকাময় করোনা মহামারীর স্মৃতি। আর এরই মধ্যে ফের বিপদের ঘণ্টা বেজেছে! এক্স ভাইরাস নাকি আরও বেশি ভয়ংকর রূপ নিতে পারে, এমনটাই দাবি করেছেন ব্রিটেনের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান ডেম কেট বিংহাম। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই করোনার চেয়েও বড় মহামারী প্রত্যক্ষ করতে পারে বিশ্ববাসী। সম্ভাব্য মহামারী ডিজিজ এক্স কেড়ে নিতে পারে কমপক্ষে পাঁচ কোটি মানুষের জীবন। আগেই WHO জানিয়েছিল পশুদের থেকে যে সমস্ত ভাইরাসনিত রোগের সংক্রমণ হয়েছে যেমন ইনফ্লুয়েঞ্জা, রেবিস, ব্রুসেলোসিস, লাইম ডিজিজ ইত্যাদি, DGG,-X তেমনই হতে পারে। বলেই মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।