আগামী ৯ জানুয়ারির মধ্যে সিবিআই কে রিপোর্ট দেওয়ার নির্দেশ ।১৫ জানুয়ারি পরবর্তী শুনানি*।
*রিপোর্ট খতিয়ে দেখতে সময় নিল আদালত ।যারা এই মামলায় যুক্ত হলেন তারা তাদের বক্তব্য হলফনামা আকারে জমা দেবেন। পাশাপাশি এসএসসির রিপোর্ট নিয়ে সিবিআই য়ের বক্তব্য জানাতে হবে আদালতে।
এসএসসি আইনজীবী ডক্টর সুতনু পাত্র আদালতে জানান কাদের নামের OMR বিকৃত করা হয়েছে। রেঙ্ক জাম এর নাম সহ আদালতের নির্দেশ মত দেয়া হয় রিপোর্ট ।
বিচারপতি : এগুলো আদালত রেকর্ড থাকবে ।চাকুরী হারা দের কারোর হলফনামা আছে যা আদলাওতের কাছে জমা দিতে চায়।? জানতে চাইলেন ।যারা(এই মামলার সঙ্গে এফেক্ট) সংযুক্ত হতে চায় তারা মামলায় সংযুক্ত হতে পারে ।