Abhishek Banerjee criticizes Congress for failing to retain its own seat
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচনে এরাজ্যে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে আসনরফা নিয়ে এখন পর্যন্ত কোন রফাসুত্র হয়নি। এই টানাপোড়েনের মধ্যেই পশ্চিমবঙ্গে ১০ আসনে লড়তে চায় হাত শিবির। কিন্তু হাত শিবির কে তাদের ২টির বেশি লোকসভা কেন্দ্র ছাড়তে রাজি নয় ঘাসফুল শিবির। কংগ্রেস ও তৃণমূল নেতাদের মধ্যে যখন আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন চলছে ঠিক তখনই অসমের কাছাড় হিল কাউন্সিল নির্বাচনে প্রাপ্ত ভোট শতাংশের হিসেব প্রকাশ্যে এনে কংগ্রেসকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,বাংলায় আসন নিয়ে এতো আশা অথচ কংগ্রেসনিজের গড়েই জমি আগলে রাখতে ব্যর্থ ।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]