Mukesh Kumar, who represented Bengal in the Ranji Trophy, picked up a pair of wickets in T20 matches as well
বিদেশ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : যশপ্রীত বুমরাহ, মহঃ সিরাজ, মহঃ সামি, অর্শদীপ সিংদের সঙ্গে টি20 বিশ্বকাপের স্কোয়াডে ঢোকার লড়াইয়ে চলে এলেন আরেক পেসার মুকেশ কুমার। যে দিন থেকে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন, পারফরম করেই যাচ্ছেন তিনি। সেটা টেস্ট হোক বা সিমিত ফরম্যাটের ক্রিকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি20 ম্যাচেও জোড়া উইকেট তুলে নিলেন বাংলার হয়ে রণজি ট্রফিতে প্রতিনিধিত্ব করা মুকেশ কুমার। এই ম্যাচে পেসারদের মধ্যে তিনিই সবচেয়ে সফল। 4 ওভারে 33 রান দিয়ে তুলে নিলেন দুটি উইকেট। তার শিকারের তালিকায় দুই সেট ব্যাটার আজমাতুল্লাহ ওমারজাই এবং মহঃ নবি। ঠিক ঠাক সুযোগ পেলে আগামি টি20 বিশ্বকাপে সিরাজ, সামিদের পাশাপাশি যে মুকেশ কুমারও ভারতীয় বোলিং লাইন আপের ভরসা হয়ে উঠতে পারে সেটা তার পারফরমেনসের পরিষ্কার। যদিও দলে অধিকাংশ ডানহাতি বোলার হওয়ায় কিছুটা সুবিধা পেতে পারেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং। আপাতত সেসব নিয়ে না ভেঙে নিজের বোলিংয়ে সুইং এবং পেস ভ্যারিয়েশনে মনোনিবেশ করছেন মুকেশ কুমার।