Kolkata
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: kolkata police man unnatural death case
ফের রহস্য মৃত্যু কলকাতা পুলিশ কর্মীর, হৃদরোগে আক্রান্ত নাকি অন্য কোন কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।নিজাম প্যালেসে নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু। বাথরুম থেকে অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে সহকর্মীরা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ সূত্রের খবর,মৃত ওই পুলিশ কর্মীর নাম মীর আজহার আলি। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন । কলকাতার আর্মড পুলিশের গার্ড ছিলেন তিনি।কর্মসূত্রেনিজাম প্যালেসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
সহকর্মীরা জানিয়েছেন বৃহস্পতিবার সকালে ১৯ তলায় বাথরুমে গিয়েছিলেন মীর আজহার। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও ফেরেননি তিনি। দীর্ঘক্ষণ পেরলে সন্দেহ হয় সহকর্মীদের। এর পর উচ্চপদস্থ আধিকারিকদের খবর দেওয়া হয়। কোন সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভাঙতেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ওই নিরাপত্তারক্ষীকে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে মীর আজহার আলির।