sskm to hold second postmortem in rape and acid burning of minor girl
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক
বাবা ও নাবালক ছেলের কুকীর্তি”এলো প্রকাশ্যে। চলতি বছরের জানুয়ারি মাসের শেষে হরিহরপড়ার থানা এলাকায় বাবা ও তাঁর নাবালক ছেলে মিলে ১৩ বছরের নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে ওই নাবালিকাকে নৃশংস ভাবে খুন করা হয় । পৈশাচিকভাবে চোখ খুবলে তুলে নেওয়া থেকে দেহের বিভিন্ন অংশ আঘাতের চিহ্ন। অ্যাসিড ঢেলে দেহ পোড়ানোর চেষ্টা হয়বলে নাবালিকার পরিবারের অভিযোগ। অথচপুলিশের ময়না তদন্তের রিপোর্ট তার তেমন উল্লেখ নেই। অভিযুক্ত বাবা ও নাবালক ছেলে কয়েক মাস আগেও একই ঘটনায় অভিযুক্ত, জানালেন মামলাকারির আইনজীবী। আগের ওই ঘটনা যুক্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ৩০২ ও পক্স ধারা দেওয়ার আবেদন ।
অপহরণ করে ধর্ষণ ও নৃশংস ভাবে নাবালিকাকে খুনের অভিযোগে ময়না তদন্তের রিপোর্ট ও আঘাতের রিপোর্টের মধ্যে তফাৎ রয়েছে। এই অবস্থায় দেহের দ্বিতীয় ময়না তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। SSKM হাসপাতালের চিকিৎসকদের দিয়ে ময়নাতদন্ত করাতে হবে। আগামী ৬ মার্চ মামলার কেস ডাইরি আদালতে হাজির করতে হবে। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর।