Spanish footballer Victor Vazquez may debut in the red and yellow jersey in the Northeast match
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : নর্থইস্ট ম্যাচে লালহলুদ জার্সিতে অভিষেক ঘটতে পারে স্প্যানিশ ফুটবলার ভিক্টর ভাজকুয়েজের। মেসির সতীর্থ একটু পেটের সমস্যায় ভুগলেও বৃহস্পতিবার তাকে বেশ চনমনেই লেগেছে। হাতে এখনও দুদিন সময় থাকায় তিনি ফুল ফিট হয়ে যাবেন আশায় কুয়াদ্রাত। সেক্ষেত্রে শুরু থেকে না হলেও, দ্বিতীয়ার্ধে কিছুক্ষণের জন্য তারকা মিডফিল্ডারকে নামিয়ে দেখে নিতে পারেন কুয়াদ্রাত। সেক্ষেত্রে মুম্বই সিটি ম্যাচের আগে ক্রেসপোর জায়গায় ভিক্টর কতটা মানিয়ে নিচ্ছেন সেটাও দেখেল নেওয়া যাবে। এদিকে কয়েকটি ভালো খবরও রয়েছে লালহলুদের। অনুশীলনে ফিরেছেন হরমনজ্যোত সিং খাবরা। চলতি সপ্তাহেই চলে আসতে পারেন লালহলুদের ষষ্ঠ বিদেশী ফিলিসিও ব্রাউন। খেলার মধ্যেই রয়েছেন 32 বছর বয়সি এই বক্স স্ট্রাইকার। আইএসএলে এমনিতেও চার বিদেশীর বেশি খেলানো যায়না। ফলে ক্রেসপোর চোটের মধ্যেও ব্রাউন চলে এলে কোচের হাতে বিকল্প বাড়বে। একই সঙ্গে কম্বিনেশন গঠনে সুবিধা হবে। ক্রেপসোর অভাবও ঢাকা পড়ে যাবে। তবে আপাতত ভিক্টর, ক্লেইটনদের চোখ শুধুই নর্থইস্ট ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে আনায়।