রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক :- নয়া আজাদীর লড়াই,নতুন একটি বই, অনেকগুলোর লেখার সংকলন যা সম্পাদিত করেছেন ছাত্র আন্দোলনের কর্মী শুভজিৎ সরকার। এই বইয়ের প্রকাশনা করেছে শালিধান প্রকাশনা। এই বইতে লিখেছেন এই রাজ্যের ছাত্র আন্দোলনের সাথে যুক্ত বিভিন্ন কর্মীরা। এই দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়েছে এই বইতে এবং আগামী দিনে কাজ হলো দেশ থেকে ফ্যাসিস্ট বিজেপি এবং তার বন্ধু শক্তিদের হারানোর ডাক দেওয়া হয়েছে। অন্যতম লড়াকু কর্মী শুভজিৎ সরকার বলেছেন, আজাদী বলতে কি বলা হয়েছে বইতে, আজাদী মানে ভারতের থেকে আজাদী, এই আজাদীর লড়াই আসলে বর্তমান শাসকের থেকে আজাদীর লড়াই। ভারতবর্ষের সাধারণ ছাত্রছাত্রীদের কাজ এই বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা তুলে ধরা এবং বিভেদ রুখে ঐক্য তৈরি করে নয়া আজাদী অর্থাৎ ফ্যাসিস্টদের হারানো আমাদের কর্তব্য। বইটি উদ্বোধন করেন এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। তিনি তুলে ধরেন শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থার কথা। পাশাপাশি বলেন এই প্রশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করায় হলো ছাত্রদের দায়িত্ব। সাধারণ ছাত্রছাত্রীদেরকে দেশের পরিস্থিতির বিষয়ে ওয়াকিবহাল থাকতে হবে এবং আলোচনার পরিসর যেটা প্রতিমুহুর্তে নষ্ট করছে বর্তমান শাসক তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যুক্তিবোধের পরিবেশ দরকার। এই প্রকাশনী অনুষ্ঠানে অন্যতম দুই লেখক দেবনীল পাল এবং আফরীন বেগম। তাদের বক্তব্য শুধু বই এ লিখলে হবে না। বইয়ের লেখাগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে হবে। নয়া আজাদী আনতে হবে। এছাড়াও শালিধান প্রকাশনার পক্ষ থেকে বলেন কর্ণধার পার্থ দেব। তিনি বলেন এই কঠিন পরিস্থিতির মধ্যেও শালিধান এই বইটা ছাপানোর সাহস করেছে।