US President wishes Bengalis on New Year
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নববর্ষে ভারতসহ বেশ কয়েকটি দেশের বাসিন্দাদের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাঙালিদের তো বটেই এছাড়াও এদিন নববর্ষ পালন করে নেপালি, থাই, সিংহল,মায়ানমার ও তামিলদের একাংশ। তাদের সকলকেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যবে থেকে মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন তবে থেকেই তিনি এইদিন টায় শুভেচ্ছা জানান। আর সামনে নির্বাচন আসছে। তাই সেদেশের ভারতীয় ভোটও অক্ষুন্ন রাখতে চাইলেন তিনি।
নিজের এক্স হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘ বিশ্বের বিভিন্ন জায়গায় যারা নবরাত্রী, বৈশাখী, সংক্রান্তি উৎসব পালন করছে। তাদের প্রত্যেককে আমার এবং জিলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও আনন্দ জানাই। হ্যাপি বেঙ্গলি, নেপালি, তামিল, থাই নিউ ইয়ার’। উল্লেখ্য, অতীতে বহুবার মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন তার পূর্বপুরুষরা ভারতে ছিলেন। তাই এই দেশের প্রতি তার একটি আলাদা টান রয়েছে।