Purified drinking water supply will be stopped in various areas of South Kolkata
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : শনিবার দক্ষিণ কলকাতার বেশ কিছু বুস্টার পাম্পিং স্টেশনে পরিস্রুত পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকেই অবশ্য স্বাভাবিক হবে পরিষেবা। মূলত পাম্প এবং পাইপ লাইন মেরামতির জন্য সরবরাহ বন্ধ থাকবে বলেই খবর। তার ফলে আমজনতার ভোগান্তির আশঙ্কা। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন যাদবপুর, টালিগঞ্জ, গার্ডেনরিচ, বেহালায় বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। এছাড়া গান্ধী ময়দান, সেন পল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী, মেটিয়াবুরুজ, শকুন্তলা পার্ক বুস্টার পাম্পিং স্টেশন ও ক্যাপসুল পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ করা হবে না। তার জেরে গার্ডেনরিচ, গড়িয়া, জোকা, নাকতলা, বাঁশদ্রোণী, নেতাজিনগর, আজাদগড়, গড়ফা, সন্তোষপুর, যাদবপুর, মোমিনপুর,বেহালা, হরিদেবপুর, চেতলা, হাজরা, গড়িয়াহাট, বিক্রমগড়, প্রিন্স আনোয়ার শাহ রোড-সহ একাধিক এলাকায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ।