kolkat
নিজস্ব সংবাদদাতা: Calcutta theatre road fire
বৃহস্পতিবার দুপুরে আচমকাই শেক্সপিয়ার সরণি থানার থিয়েটার রোডের একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে।গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কিত হয়ে পড়েন হোটেলের আবাসিক এবং হোটেলকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। হোটেলের অগ্নি নির্বাপণ সরঞ্জাম ব্যবহার করেই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন হোটেল কর্মীরা। হোটেল থেকে আবাসিক এবং কর্মীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে দমকল বাহিনীর তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেই খবর।
হটাৎ কীভাবে হোটেলে আগুন লাগলো,তা খতিয়ে দেখছে দমকল বিভাগের আধিকারিকরা।তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ঘটনাস্থলে পৌঁছে যায় শেক্সপিয়ার থানার পুলিশ আধিকারিকরা। তবে যেহেতু ঐতিহ্যবাহী এই হোটেলে বহু আবাসিক থাকেন তাই তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে জানিয়েছে দমকল বিভাগের আধিকারিকরা।