দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক :- সমস্ত জল্পনার অবসান,ভারতীয় টি২০ দলে প্রত্যাবর্তন বিরাট, রোহিতের। আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজের দল ঘোষণা। দলের অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের পর এই প্রথম সীমিত ওভারের সিরিজ রোহিত,বিরাটের। টি২০ বিশ্বকাপের আগে স্বস্তিতে সমর্থকরা। বিশ্বকাপের পর থেকেই প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল সীমিত ওভারের ফরম্যাটে বিরাট এবং রোহিতের দলে থাকা নিয়ে। বিশ্বকাপ ফাইনালে হারের পর থেকেই তাদের কার্যত বাদের খাতায় ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু মাষ্টার স্ট্রোক দিল অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। আগেই টেস্টে রোহিত, বিরাটকে ফিরিয়েছিলেন। ঐতিহাসিক কেপ টাউন টেস্ট চলাকালীন দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গেই বৈঠকে বসেছিলেন আগারকার এবং তার টিম। বিরারদের থেকে স্পষ্ট জানতে চাওয়া হয়েছিল, টি20 বিশ্বকাপ তারা খেলতে চান কিনা। দুই তারকার রিফ্লেক্স এখনও পর্যন্ত কমেনি। ফলে বয়সের দোহাই দিয়ে তাদের বাদ দেওয়ার পক্ষপাতি ছিল না নির্বাচক কমিটি। রোহিত এবং বিরাট দুজনেই টি20 ক্রিকেট চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সিলমোহর দিতেই পরিষ্কার হতে থাকে চিত্রটা। একই সঙ্গে নতুন দল বিশ্বকাপে পাঠালে মুখ পুড়তে পারে টিম ইন্ডিয়ায়। তাই কোনো ঝুঁকি না নিয়ে সিনিয়র, জুনিয়র কম্বিনেশনে সেরা স্কোয়াডের দিকে হাঁটতে চাইছে টিম ম্যানেজমেন্ট। এই দল আদতে আফগানিস্তান সিরিজের হলেও, বিরাট রোহিতের স্বমহিমায় প্রত্যাবর্তন অবশ্যই তাদের বিশ্বকাপের দলে থাকার ব্যাপারেও বার্তা দিল, টা বলাই যায়। এই সিরিজে রোহিত শর্মা অধিনায়কত্ব করবেন, যা থেকে অনুমেয় যে টি20 বিশ্বকাপেও অধিনায়কত্বের ব্যাটন থাকবে রোহিতের হাতেই। এদিকে সূর্যাকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং রুতুরাজ গায়েকওয়ারের চোটের জন্য ছিটকে যাওয়া কাজটা সুবিধা করে দিয়েছে নির্বাচকদের কাছে