জাতীয়
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক
জমি দুর্নীতি মামলায় ২৪ ঘন্টার মধ্যেই আদালতে পেশ করা হয়েছিল ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। বুধবার টানা সাত ঘন্টা তাকে ম্যারাথন জিজ্ঞাসাাবাদ করে এটি তদন্তকারী আধিকারিকরা। বৃহস্পতিবার ঝাড়খন্ড আদালতে পেশ করা হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।একদিনের জন্য জেল হেফাজতে পাঠানো হল ঝাড়খণ্ডের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরনকে। হেমন্ত সোরেনকে ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেছিল ইডি। কিন্তু আপাতত একদিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রাঁচির বিশেষ আদালত।
প্রসঙ্গত,ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল রাঁচীতে প্রতিরক্ষা মন্ত্রকের ৭.১৬ একর জমি বেআইনি ভাবে বিক্রির ।সেই মামলায় ইতিমধ্যেই ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বার গ্রেফতার হেমন্তও। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি জমি মাফিয়াদের হাতে অবৈধ ভাবে জমি তুলে দিয়েছেন। যদিও হেমন্তের পাল্টা দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। তদন্তকারী সংস্থা তাঁর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে চাইছে কেন্দ্রের মোদী সরকার।