রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : “জন্ম ভিটেতেই সলিল সমাধি গায়ক রাশিদ খানের”, অগণিত ভক্তদের চোখের জলে ভিজে রইল তিলোত্তমার রাজপথ। কিংবদন্তি সংগীতশিল্পী রশিদ খানের প্রয়াণ শোকস্তব্ধ সংগীত জগত। সর্বকালের সেরা সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুর পর সংগীত জগতে আরও একটি নক্ষত্রের ইন্দ্রপতন ঘটল। মঙ্গলবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করলেন শাস্ত্রীয় সংগীতশিল্পী উস্তাদ রাশিদ খান। বুধবার রবীন্দ্রসদনে তাকে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সাধারণ মানুষ। সংগীতশিল্পী রসিক খানেরকে শেষ শ্রদ্ধা জানাতে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাহিত্যিক ছড়াও টলিউডের বহু অভিনেতা অভিনেত্রী তাকে শেষ শ্রদ্ধা জানালেন।
রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে তাকে বিদায় জানানো হয়। এদিন বিকাল সাড়ে পাঁচটায় তার মরদেহ উত্তর প্রদেশের বঁদায়ুতে রওনা দেন পরিবারের সদস্যরা সেখানেই প্রায়ত সংগীত শিল্পীর শেষ কৃত্য সম্পন্ন হবে। কর্কট রোগে আক্রান্ত শাস্ত্রীয় সংগীতশিল্পী উস্তাদ রাশিদ খান গত বেশ কয়েক মাস ধরে চিকিসা চলছিল বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার আচমকা ব্রেন স্ট্রোক যেন সেই লড়াইকে আরও খানিক কঠিন করে দিয়েছিল। সংগীত শিল্পীর অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে গঙ্গাসাগর থেকে সরাসরি হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তবে প্রতিটা মুহুর্ত কঠিন হয়ে উঠেছিল। অবশেষে ৩.৪৫ নাগাদ লড়াই শেষ। ভক্ত অনুগামীরা যাতে প্রয়াত সংগীতশিল্পী রশিদ খান কে শেষ শ্রদ্ধা টুকু জানাতে পারেন সেই কারণে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে শিল্পীর দেহ নিয়ে আসা হয় রবীন্দ্রসদনে। যেদিন যেন সব রঙে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল।রাজনীতির রঙ ভুলে সবাই দেখতে এলেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী, সিপিআইএম নেতা শতরুপ ঘোষ থেকে কলকাতা পুরসভার মেয়র পরিষদের সদস্য বিধায়ক দেবাশীষ কুমার, অভিনেত্রী মুনমুন সেন । ফুলের মালা চোখের জলে বিদায় জানালো রবীন্দ্র সদন।