The pressure is increasing on Rohit, the place is ripe for Yashwir
বিদেশ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি20 ম্যাচও জিতে নিল ভারতীয় দল। একই সঙ্গে সিরিজও পকেটে পুড়ল তারা। ঘরের মাঠে এই নিয়ে টানা ১৫ টি20 সিরিজে জিতল ভারত। দ্বিতীয় টি20 ম্যাচ ছিল বিরাট কোহলির কামব্যাক ম্যাচ। একই সঙ্গে শুভমন গিলকে বসানো হওয়ায় এই ম্যাচ গুরুত্বপূর্ণ ছিল দুই ওপেনারের কাছে। সেখানে আবারও ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা। গোল্ডেন ডাকে আউট হলেন এই ব্যাটার। প্রথম বলেই বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন রোহিত। যদিও যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলি দুজনেই তারা নামের প্রতি সুবিচার করেন। ওপেনিং করতে আসা যশস্বী জয়সওয়াল করেন ৩৪ বলে ৬৮ রান। পাচটি ওভারবাউন্ডারি ছিল এই বাহাতি ব্যাটারের ইনিংসে। ফজলহক ফারুকি, নবিন উল হকদের শাসন করেন এই ব্যাটার। বিরাট কোহলিও জোলে ওঠেন ব্যাট হাতে। করেন ১৬ বলে ২৯ রান। 5টা চার মারেন তিনি। কোনও ঝুঁকিপূর্ণ শট নিতে চাননি বিরাট। বোঝাই যাচ্ছিল নির্বাচকদের কথা মতোই তিনি গেমপ্ল্যানিং করে এসেছেন। যদিও চাপ বাড়ল রোহিতের কাছে। কারণ কামব্যাক সিরিজে দুই ম্যাচেই তিনি দাহা ব্যর্থ হলেন। কারণ খাতাই খুলতে পারলেন না তিনি। যদিও আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল বলছেন, তিনি ব্যাটিং করেন সব সময় স্ট্রাইক রেটের কথা মাথায় রেখেই। ফলে যশস্বী স্ট্রোক খেলতে থাকলে রোহিতও একটু সময় পাবেন উইকেটে। দ্বিতীয় টি20 ম্যাচে বিরাট কোহলির সঙ্গে এক সঙ্গে টি20তে ব্যাটিং করেছেন যশস্বী জয়সওয়াল। বিরাটের সঙ্গে ব্যাটিং করলে সামনে থেকে তার থেকে শেখার চেষ্টা করেন, বলছেন যশস্বী। ভারতীয় দলে বিরাটদের রানের মধ্যে ফেরা দেখে সকল ক্রিকেট ভক্তরই ভালো লাগছে। কত দ্রুত রোহিত শর্মাও ফর্মে ফেরেন, এখন সেটাই দেখার।