রাজ্য ও কলকাতা পুলিশকে নিশ্চিত করতে হবে,যাতে কোন পরীক্ষার্থীর কোন সমস্যা না হয়। পরিবহন দপ্তরও পর্যাপ্ত পরিষেবার ব্যবস্থা করবে।
*মামলাকারী সাংসদ দিলীপ ঘোষের আইনজীবী পার্থ ঘোষের বক্তব্য ২৪ তারিখ ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠান। প্রধান মন্ত্রী উপস্থিত থাকবেন।
১০ ডিসেম্বর টেট পরীক্ষা হওয়ার কথা ছিলো। সেটা হঠাত বদল করে দেওয়া হলো। ২৪ তারিখ করে দেওয়া হলো। সেদিন ট্রাফিকের সমস্যা থাকবে। ওই দিন পরীক্ষা হলে পরীক্ষার্থী দেরও সমস্যা।
প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানায় কলকাতায় মাত্র ৫ টা পরীক্ষা কেন্দ্র। চেতলা, যাদাবপুর, সিঁথি সহ মোট ৫ জায়গায়। খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। ৭৭৩ কেন্দ্র আছে গোটা রাজ্যে।
২৪ ডিসেম্বর থেকে টেটের দিন বদলের নির্দেশ দিক আদালত।
এই মর্মেই মামলা দায়ের হয় হাইকোর্টে।
আবেদন জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ।
মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।