Trinamool mla somnath shyam fearing to be killed, increased police security within 24 hours
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম রাতে আশঙ্কা করেন যে, তাঁকে খুন করা হতে পারে! সকালেই তৃণমূল বিধায়কের নিরাপত্তা বাড়ানো হয়।। শনিবার থেকে সোমনাথ এবং সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের, নিরাপত্তায় আরও চার জন করে সশস্ত্র পুলিশকে নিয়োজিত করা হয়েছে। একটি জনসভায় তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, ‘‘ভাটপাড়া কলঙ্কিত জায়গা বলে পরিচিত ছিল। লোকে বলে, রোজ এখানে খুন হয়। নেশার কবলে পড়েছে যুবসমাজ। প্রতি দিন কোনও না কোনও গন্ডগোল হয়। এই পরিবেশের পরিবর্তন প্রয়োজন বলে আমি আওয়াজ তুলেছি। আমাদের এক তৃণমূল কর্মী খুন হয়েছে।যার বিরুদ্ধে অভিযোগ, সেই ব্যক্তির বিরুদ্ধে কেউ মুখ খুলতেই ভয় পাচ্ছেন। তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের পরেই সাংসদ অর্জুন সিংহের ভাইপো সঞ্জীব সিংহ গ্রেফতার হয়। সাংসদ অর্জুন সিংহের দলীয় বৈঠকে জানিয়েছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের নিরাপত্তা তুলে দিক প্রশাসন। কারণ, পুলিশি নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়ানো ছাড়া তিনি কোনও কাজ করেন না। শুক্রবার রাতেই দলীয় সভায় সোমনাথ আশঙ্কা করেন, তিনিও খুন হয়ে যেতে পারেন। তার পর ২৪ ঘণ্টাও কাটেনি। শনিবারই বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি করল প্রশাসন।