Khadim kidnapping case
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
খাদিমকর্তা অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তের প্যারোলের আবেদন খারিজ।
মা অসুস্থ। এই কারণে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও ১২ বছর কারাবাসী, আদতে হরিয়ানার বাসিন্দা আখতার হোসেন ওরফে পালোয়ানের প্যারোলের আবেদন।
মায়ের অসুস্থতাজনিত প্রেসক্রিপশন প্রাইভেট ক্লিনিকের। যা বিশ্বাসযোগ্য নয়। ২. মায়ের সঙ্গে ভার্চুয়ালি কথাবার্তা বলার জন্য সরকারি উদ্যোগে ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব আসামি প্রত্যাখ্যান করেছে। ৩. আসামি হ্যাবিচুয়াল অফেন্ডার অর্থাৎ অপরাধপ্রবণ ব্যক্তি। প্যারোল মঞ্জুর করা হলে আসামি পালিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হরিয়ানা পুলিশ। ৪. প্যারোল মঞ্জুরীর জন্য কোন জরুরি বিষয় উল্লেখ করা হয়নি। সওয়াল সরকারি আইনজীবী সুমন ঘোষের।
সরকারি বক্তব্যকে মান্যতা দিয়ে আবেদন খারিজ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের।