As soon as the fog clears, the winter chill begins. The mercury dropped.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
জেলাজুড়ে সকালে পথঘাট ঢেকেছে কুয়াশা। আগামী দুদিন শীতের আমেজ থাকবে বঙ্গে। তার পর ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।,
উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালে কুয়াশায় মুড়েছিল পথঘাট। দৃশ্যমানতা কোথাও কোথাও নেমে গিয়েছিল ৫০০ মিটারে। আপাতত তিনদিন সামান্য করে কমবে তাপমাত্রা। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে ফের বাড়বে তাপমাত্রা। ধীরে ধীরে কার্যত শীত হবে উধাও। জানা গিয়েছে, উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে তাই জলীয়বাষ্প বেশি বাতাসে। তবে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায়।
পাশাপাশি উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী দুদিন তাপমাত্রা কমবে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আগামী তিনদিন দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী পাঁচ দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে।