December 12, 2024 4:22 am

২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 12, 2024 4:22 am

২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতায় শব্দতাণ্ডব থামাতে গিয়ে ঘাড়ধাক্কা খেল পুলিশ, ঘটনায় গ্রেপ্তার ২

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#kolkata#police#stop#rioting#arrested 2#

Entally police station went to stop the noise riot in the city at midnight. beat the police. Two people arrested.

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : দূষণ নিয়ন্ত্রণে তৎপর পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পাশাপাশি রাজ্য প্রশাসনও। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতিবছর কোটি টাকা খরচ করে কেন্দ্র এবং রাজ্য সরকার। কিন্তু এখনো পর্যন্ত মানুষের মধ্যে যে সচেতনতার অভাব তা শনিবারে এনটালির আনন্দ পালিতের ঘটনায় স্পষ্ট। শহরে মধ্যরাতে শব্দ তাণ্ডব ঠেকাতে গিয়েছিল এন্টালি থানার পুলিশ। কপালে জুটলো ঘাড় ধাক্কা এবং মার। শনিবারএন্টালি থানার অন্তর্গত আনন্দ পালিত রোডের বাসিন্দা প্রভাত সরকারের ছেলের জন্মদিন ছিল। সেই উপলক্ষে ৫ তলা বিল্ডিংয়ের ওপরের তলায় পার্টি চলছিল। সঙ্গে ছিল ডিজে বক্স। আইন অনুযায়ী রাত ১০টার পর লোকালয়ে তারস্বরে ডিজে বক্স বাজানো যায় না। বেআইনি ভাবেই রাত ১টা পর্যন্ত বক্স বাজছিল প্রভাত সরকারের বাড়িতে। নিষিদ্ধ ডিজে বাজানো য় অতিষ্ঠ হয়ে এলাকাবাসী ১০০-তে ফোন করে অভিযোগ জানান।

অভিযোগ পাওয়ার পরেই রাতে টহলদারি করা এন্টালি থানার দুই পুলিশ আধিকারিক প্রভাত বাবুর বাড়িতে আসেন। তাঁদের কথায় কর্ণপাত করেননি প্রভাত ও তাঁর ভাই বাপি। অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন তাঁরা। বাড়ির ভিতরে ঢুকতে পুলিশকে বাধা দেন বলেও অভিযোগ। এর পর থানা থেকে সার্জেন্ট ও অফিসাররা আসেন। অভিযোগ, ডিজে বক্স বন্ধ করার চেষ্টা করতেই পুলিশকর্মীদের ঘাড়ধাক্কা দেন তাঁরা। এমনকী, বাসন ও খাবার ছুঁড়ে মারা হয়। এই ঘটনায় প্রভাত ও তাঁর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top