Westbengal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
বার বার বাধার মুখে পড়তে হচ্ছে রাহুল গান্ধীর ভারত জোড়া ন্যায় যাত্রা। বাংলায় দ্বিতীয়বার ঢোকার মুখে উত্তর বঙ্গে মালদহ জেলায় ফের রাহুল গান্ধীর ‘ন্যায় যাত্রা’য় হামলার অভিযোগ। এদিন বিহার থেকে বাংলার মালদহে ঢোকার সময়েই ঢিল ছুড়ে রাহুলের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ কংগ্রেসের। সেসময় গাড়িতে উপস্থিত রাহুল গান্ধীর ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।হামলার পর গাড়ি থেকে নেমে আসেন রাহুল গান্ধী। অধীর রঞ্জন চৌধুরী জানায় ”আমি গাড়ির ভিতরে ছিলাম” “পিছন থেকে কারা ঢেলা ছুড়েছে, দেখতে পাইনি। তবে এখানে প্রতি পদে পদে রাহুলকে বাধা দেওয়া হয়েছে।” এর পর তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ”বুঝে নিন, কারা হামলা চালিয়েছে। আমরা এখানে জানি, অতিথি দেব ভব। কিন্তু বাংলায় রাহুল গান্ধীর যাত্রা ঢোকার পর থেকেই বাধা দেওয়া হচ্ছে। কোচবিহার থেকে শুরু হয়েছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
বাংলায় রাহুল গান্ধীর ভারত জোড়া ন্যায় যাত্রা র নিরাপত্তা সুনিশ্চিত চেয়ে আগেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়েছিলেন। বুধবার দ্বিতীয়বার বাংলায় ঢুকছে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। বুধবার রাহুল গান্ধীর যাত্রা মালদহে ঢোকার পর পরই হামলার অভিযোগ উঠল তাঁর গাড়িতে। রাহুলের সঙ্গে রয়েছেন অধীর চৌধুরী থেকে কে সি বেণুগোপাল, জয়রাম রমেশ। ভালুকার সেচদপ্তরের বাংলোয় তাঁদের মধ্যাহ্ন ভোজনের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কংগ্রেসের মালদহের কার্যকরী সভাপতি কালীসাধন রায় চিঠি লিখেছিলেন সেচ দপ্তরের সচিবকে। কিন্তু অনুমতি মেলেনি। এমনকী গণি খানের পরিবারের তরফেও অনুমতি চাওয়া হলে মেলেনি বলে অভিযোগ।