They are the biggest thieves! Chief Minister Mamata Banerjee attacked BJP
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : দেশের লোকসভা নির্বাচন আসন্ন। সাম্প্রতিক কালে একের পর এক মামলায় নাম জড়িয়েছে শাসকদলের শীর্ষ নেতা থেকে মন্ত্রীদের। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে রেশন বন্টন দুর্নীতি, বাদ যায়নি পূর নিয়োগ দুর্নীতি মামলাও। বারবার অস্বস্তিতে ফেলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। একাধিক দুর্নীতি মামলায় ঘাসফুল শিবিরের অনেকেই বর্তমানে জেলে। উঠতে বসতে বিজেপির তরফে স্লোগান উঠছে, ‘চোর ধরো, জেল ভরো।’ তবে এদিন গেরুয়াশিবিরকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি কে তির্যক আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি বিজেপি সব জায়গায় বলে বেড়াচ্ছে, চোর-চোর-চোর। ওরা সবথেকে বড় চোর। লোকে বলছে অলি-গলিমে সোর হ্যায়, বিজেপি-কা সব চোর হ্যায়। বড় বড় ডাকাত, বড় বড় গুন্ডা, বড়বড় ক্রিমিন্যাল এজেন্সিদের প্রোটেকশনে আছে।এজেন্সিরা আঝ বাঁচাচ্ছে। ওদের বাড়িগুলিতে অভিযান চালালে দেখবেন, তৃণমূল কংগ্রেস যা করেছে… বলে একটু থামেন। তারপর নিজের হাত তুলে বলেন, দেখুন আমার ৫ টা আঙুলের মধ্যে একটা আঙুল আমার কেটে যেতে পারে। একটা ছোট্ট ঘটনার জন্য নিশ্চয়ই সবাই খারাপ নয়। তৃণমূল কংগ্রেস সরকারের বয়স ১৩ বছর। তৃণমূল সুপ্রিমো সুর চড়িয়ে বলেন এখন পর্যন্ত কেউ যদি আমায় বলেন, আমি এক কাপ চা খেলেও পয়সা দিয়ে দিই। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একটি পয়সাও বেতন নেইনি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।