কলকাতা পুরসভার ব্যবস্থাপনায় সোমবার শিল-মোহর দিল বিচারপতি অমৃত সেনের সিঙ্গেল বেঞ্চ।
হোটেলের সামনে থেকে হকার সরাতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল গ্র্যান্ড কর্তৃপক্ষ। কিন্তু তাদের যেদিন উপযুক্ত জায়গায় আবেদনের পরামর্শ দিয়েছে হাইকোর্ট।
তবে গ্র্যান্ড হোটেলের সামনে হকার বসার ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছেন বিচারপতি সিনহা।
এদিন পুরসভার তরফে জানানো হয়, পুরসভা, পুলিশ এবং টাউন ভেন্ডিং কমিটি ওই হেরিটেজ সৌধের সামনে হকারদের বসার জন্য লাইন টেনে দিয়েছে। ফুটপাতের তিন ভাগের দুই ভাগ পথচারীদের জন্য এবং একভাগ হকারদের জন্য রাখা হয়েছে। যার প্রেক্ষিতে বিচারপতি জানিয়েছেন হকাররা ওই চিহ্নিত অংশ অতিক্রম করতে পারবেনা। বিষয়টি নিশ্চিত করতে হবে পুলিশকে। এমনটাই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।