The Supreme Court gave a stay on the orders of the Allahabad High Court
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : কৃষ্ণ জন্মভূমি-শাহী ইদগাহ মসজিদ মামলায় বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। মসজিদ চত্বরে আপাতত কোনও বৈজ্ঞানিক সমীক্ষা চালানো যাবে না বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। মসজিদ পরিদর্শনের জন্য স্থানীয় এক কমিশনার নিয়োগ করার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাই কোর্ট। সেই নির্দেশেও স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]