রাজ্য, দ্যা হোয়াইট বাংলা : ৪২টা আসনে একা লড়ুক, জামানত জব্দ হবে, শূন্য পাবে। এই ব্রিগেডের ভ্যালু কী আছে, ব্রিগেডের কোনো ভ্যালু নেই, বললেন কুনাল ঘোষ। ব্রিগেড সমাবেশ নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ মন্তব্য করেন যে ডিওয়াইএফআইয়ের ব্রিগেডে কিছু মানুষ যাবেন, কিন্তু সিপিএমকে ভোট দেবে না। ব্রিগেড নতুন নয়। ২১ সালেও ব্রিগেড সমাবেশ হয়েছে । তারপরেও শূন্য পেয়েছে সিপিএম। এবারের ব্রিগেডে লোক হয়েছে দেখিয়েও আসন সংখ্যা সেই শূন্যই পাবে তারা। কুনাল ঘোষ বলেন, যারা আজ লালঝান্ডা নিয়ে হাঁটল, তারা চক্ষুলজ্জায় বলতে পারবে না, যে তাদের বাড়িতে কন্যাশ্রী, সবুজসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যায়। তারা কিন্তু ভোট দেবে তৃণমূলকে।
শেষ সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ব্যানারে ব্রিগেড সমাবেশ হয়েছিল ২০০৮ সালে। প্রায় দেড় দশক বাদে খোশ মেজাজে যুব সংগঠন DYFI এর ব্রিগেড সমাবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাল-সাদা জনস্রোত ভিড় করছিল ব্রিগেডে ময়দানে। হাওড়া স্টেশন ও শিয়ালদহ স্টেশন থেকে হাজার হাজার নবীন-প্রবীণদের উচ্ছাসের ছবি ধরা পড়লো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সিপিআইএমের যুব সংগঠনের ইনসাফ যাত্রার ব্রিগেড প্রসঙ্গে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “ডিওয়াইএফআইয়ের ব্রিগেড সমাবেশের নামে কিছু লোক ব্রিগেড যাবে। কিন্তু সিপিএমকে ভোট দেবে না।