Use Arjun bark to get rid of debt
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: করোনা মহামারির পর থেকেই গোটা বিশ্বে কমেছে কর্মসংস্থানের সংখ্যা। পাশপাশি কমেছে মানুষজনের আয়ের পরিমাণও। হয়তো বর্তমান সময়ে কর্মসংস্থানের সংখ্যা বাড়লেও আয়ের পরিমান বৃদ্ধি পায়নি। ফলে আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায় অনেক সময়েই। ফলস্বরুপ, সংসারের খরচ চালাতে বা আচমকা এসে পড়া কোনও খরচ সামলাতে তখন টাকা ধার করতে হয় আমাদের অনেককেই এবং একটা ঋণ শোধ করতে আবার নতুন করে ঋণ নিতে হয় অনেককেই। ফলে ঋণে জর্জরিত হয়ে যাই আমরা। আর এই ঋণ থেকে মুক্তি থেকে জ্যোতিষশাস্ত্রে বেশ কিছু টোটকা রয়েছে,
এক নজরে সেগুলো দেখে নেওয়া যাকঃ
অর্জুন গাছের ছাল একটি লাল কাপড়ে মুড়ে তা ঘরে ঠাকুরের আসনে মা লক্ষ্মীর কাছে নিবেদন করুন এবং পুজো শেষ হয়ে গেলে এই লাল কাপড়ে মোড়া অর্জুন গাছের ছালটি নদীর জলে ভাসিয়ে দিন। এর ফলে আপনি সব ধরনের ঋণ থেকে মুক্তি পাবেন। এছাড়াও, অর্জুন গাছের ছালে লাল চন্দনের ফোঁটা দিয়ে লাল কাপড়ে মুড়ে বাড়ির আলমারি বা লকারে রেখে দিলেও ঋণের ভার কমবে আপনার ওপর থেকে। এছাড়াও, সন্ধেবেলা অর্জুন গাছের ছাল ও এক টুকরো কর্পূর একসঙ্গে জ্বালান। এতে বাড়িতে থাকা নেতিবাচক শক্তি দূর হবে এবং ঋণের কালো ছায়া থেকে মুক্তি পাবেন আপনি। পাশপাশি, ব্যবসায়ীরা যদি ব্যবসায় বারবার ক্ষতির মুখে পড়েন, তাহলে অর্জুন গাছের ছাল লাল কাপড়ে মুড়িয়ে নিজের গলায় বেঁধে রাখতে পারেন। এতে ব্যবসায় লাভ করবেন এবং সব ধরনের ক্ষতির থেকে নিজেকে বাঁচাতে পারবেন।