Superhit is going to be the opening match of IPL. The sports schedule of 2024 IPL has been published
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : আইপিএলের উদ্বোধনী ম্যাচ হতে চলেছে সুপারহিট। প্রকাশিত হলো ২০২৪ আইপিএল এর ক্রীড়া সূচি। ২২ মার্চ চেন্নাইয়ে মহেন্দ্র সিং ধোনির সিএসকের মুখোমুখি হচ্ছে বিরাট কোহলি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । পরের দিন ২৩ শে মার্চ শনিবার কলকাতায় সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার থাকছে গুজরাট টাইটানস বনাম মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ । লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে স্রেফ দু সপ্তাহের সূচি প্রকাশিত করল আইপিএলের আয়োজকরা। এপ্রিল ও মে মাসে দেশ জুড়ে হওয়ার কথা লোকসভা নির্বাচন। খুব স্বাভাবিকভাবেই সেই সময় নিরাপত্তাজনিত অভাব দেখা দিতে পারে। এখনো পর্যন্ত কোন রাজ্যে কবে ভোট হবে, তার দিনক্ষণ প্রকাশিত হয়নি। তাই জন্য ৭ই এপ্রিল পর্যন্ত ক্রীড়া সূচি প্রকাশিত করল আইপিএলের আয়োজকরা। ২৯ শে মার্চ শুক্রবার বেঙ্গালুরুতে রয়েল চ্যালেঞ্জার্স এর বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। ৩ এপ্রিল বুধবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচ ভাইজাগে। আপাতত ২ সপ্তাহের সূচি প্রকাশিত করলেও কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে বলে মনে করা হচ্ছে।