Sujan Chakraborty attacked the current government and the police in the recently Sandeshkhali incident
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার উত্তপ্ত সন্দেশখালি ঘটনা প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, মানুষের অসুবিধার সময় পুলিশকে কাছে পাওয়া যায় না, এফআইআর নেয় না, কোনও ঘটনায় পুলিশের অ্যাকশন নেয় না- সেই পুলিশ শেখ শাহজাহানকে খুঁজে বার করতে পাচ্ছে না, বরং সেই পুলিশ সক্রিয় হয়ে গ্রামের মহিলাদের উপর আক্রমণ করল। সাধারণ মানুষ ফুঁসছে। সুজন আরও বলেন, এই সন্দেশখালির টাকা দিয়ে ডায়মন্ড হারবারে ভোট হয়। সন্দেশ খালির মতো সব দাপুটে লুটেরারা পশ্চিমবঙ্গ জুড়ে বসে আছে। লুটেদের মাথায় মুখ্যমন্ত্রী বসে আছেন। পুলিশ প্রশাসন মানুষের ট্যাক্সের টাকা দিয়ে শুধু মানুষকে পেটাবে, তাদের পাশে থাকবে না। তাড়া খেয়ে পালাতে হবে গোটা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে, শুধু অপেক্ষায় থাকুন।
বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠে সন্দেশখালি। লাঠি, বাঁশ হাতে সকালে পথে নামলেন সন্দেশখালির মহিলারা। শেখ শাহজাহানদের গ্রেপ্তারি চেয়ে থানা ঘেরাও করার চেষ্টা করেন মহিলারা। থানার সামনে বিক্ষোভ দেখায়। পুলিশ বাধা দিতে গেলে, পুলিশের সঙ্গে বচসা হয় মহিলা বিক্ষোভকারীদের। গোলযোগের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী নামানো হয়।