Victor appeared in East Bengal practice
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : অনুশীলনে নেমে পড়লেন ইস্টবেঙ্গলের নবাগত বিদেশী ফুটবলার ভিক্টর ভাজকুয়েজ। কার্লেস কুয়াদ্রাতের পছন্দের বিদেশী হওয়ায় তার ফিটনেস নিয়ে চিন্তার তেমন কিছু ছিল না। আর মেসির এক সময়ের সতীর্থ হওয়ার তার কোয়ালিটি নিয়েও প্রশ্ন ওঠার কোনও জায়গাই নেই। রবিবার মাঝরাতেই কলকাতায় এসেছিলেন। সোমবার হাল্কা বিশ্রাম নিয়ে মঙ্গলবার থেকেই অনুশীলনে নেমে পড়লেন স্প্যানিশ ভিক্টর।
প্রথম দিনের অনুশীলনেই তিনি নজর কেড়েছেন। ফাইনাল পাশের ক্ষেত্রে তিনি বর্তমানে আইএসএল খেলা বিদেশীদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন বলে মনে করছেন তার সতীর্থরা। এমন এক তারকার সঙ্গে খেলতে পেরে আপ্লুত নন্দকুমারের, মহেশের মতো ফুটবলাররা। যারা মুলত মাঝমাঠে খেলে থাকেন, এবং জাতীয় দলেও প্রতিনিধিত্ব করেন।
ভিক্টরের থেকেই আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ইচ্ছা রয়েছে অনেকের। একইসঙ্গে কিভাবে নিজেদের পারফরমেন্স আরও উন্নত করা যায় সেটাও ভিক্টরের সঙ্গে থেকে শিখতে পারবেন তারা। তাই স্প্যানিশের দলের আসায় স্রেফ যে লালহলুদের মাঝমাঠ সঙঘবদ্ধ হবে তা নয়, একই সঙ্গে দলের বাকিদেরও নেতৃত্ব দিয়ে তাদের থেকেও মাঠে সেরাটা বার করে আনতে পারবেন স্পেনের জাতীয় দলে খেলা এই ফুটবলার। মাঠের ভিতর ব্রাজিলিয়ান ক্লেইটন সিলভার পাশাপাশি স্প্যানিশ নেতা ভিক্টরকেও পেল কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা।