দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক :- সুপার কাপের প্রথম ম্যাচে অনবদ্য জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। হায়দরাবাদ এফসিকে হারাল 3-2 গোলে। ম্যাচের শুরুতেই নন্দকুমারের শট বারে লেগে প্রতিহত হয়। তখনই বোঝা যাচ্ছিল, ম্যাচে আক্রমনাত্মক ফুটবলই খেলতে চলেছে কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। আখেরে হলোই তাই, কারণ ইশ্বর যে সাহসীর পাশেই থাকে সর্বদা। 33 মিনিটে দুরন্ত ভলিতে বল জালে জড়িয়ে দেন ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেইটন সিলভা। রাকিপের পাশ থেকে অনবদ্য গোল করে দলকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। 44 মিনিটে গোল প্রতিশোধ করে হায়দরাবাদ। 53 মিনিটে আবারও গোল ব্রাজিলিয়ান তারকা ক্লেইটনের। ফ্রি কিক থেকে অসাধারণ গোলে দলকে 2-1 ফলে এগিয়ে দেন ক্লেইটন সিলভা। কিন্তু 78 মিনিটে ফের ধাক্কা। নিম দোর্জি গোল করে হায়দরবাদকে সমতায় ফেরান। কিন্তু এক মিনিটের মধ্যেই ইস্টবেঙ্গলকে ফের এগিয়ে দেন সাউল ক্রেসপো। তার হেডেই ম্যাচ জেতে লালহলুদ। হাফ ছেড়ে বাঁচেন কার্লেস কুয়াদ্রাত। কলিঙ্গে হায়দরাবাদের বিপক্ষে যেভাবে জয় ছিনিয়ে আনলেন ক্লেইটনরা, তা বহুদিন মনে রাখবে ইস্টবেঙ্গল সমর্থকরা। রবিবার ইস্টবেঙ্গলের গ্রুপ লেগের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ শ্রীনিধি ডেকার ফুটবল ক্লাব।