The BJP, the rival of the India Alliance, The opposition is going to Kurukshetra with one candidate against one.
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : দিল্লির মসনদে আগামী ৫ বছর কে রাজত্ব করবে সেই লড়াইয়ের ঘণ্টা আগেই বেজে গিয়েছিল। বিজেপিকে কুরুক্ষেত্রের এই মহা সংগ্রামে এনডিএ (NDA) জোটকে পরাস্ত করার জন্য কী কী এজেন্ডা নেওয়া হবে, এই সব নিয়ে আলোচনার জন্য শনিবার ফের বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। যদিও এবারের বৈঠক হবে ভারচুয়াল। তবে শেষ মুহূর্তে বৈঠকের সিদ্ধান্ত হওয়ায় তৃণমূলের তরফে কেউ যোগ দিতে পারবেন না বলেই খবর তৃণমূল সূত্রের খবর। আসন্ন লোকসভা নির্বাচনে রণকৌশল তৈরি করতে ইতিমধ্যেই দিল্লি, মুম্বাই সহ একাধিক শহরে বৈঠকে বসেছে ইন্ডিয়া জোটের শরিকরা। গত ডিসেম্বর মাসে দিল্লিতে হয়েছিল বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার শেষ মুহূর্তে ভারচুয়াল বৈঠক ডাকা হয়েছে। ফলে তৃণমূল কংগ্রেসের তরফে কারও না থাকার সম্ভাবনাই বেশি । তবে ইন্ডিয়া জোটের বাকি শরিকরা ভারচুয়াল বৈঠকে অংশ নেবে বলেই জানা গিয়েছে।
১৪ই জানুয়ারি থেকে ভারত জোড়া ন্যায় যাত্রা শুরুকরছেন রাহুল গান্ধীর। তাই আগামীকাল শনিবার তড়িঘড়ি এই বৈঠকের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রার্থী দেওয়ার ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করা হবে। কোন রাজ্যে কী হিসাবে আসন ভাগাভাগি হবে, সেই বিষয়টি নিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করা হবে। ইতিমধ্যেই বিহারের আসনরফা কার্যত চূড়ান্ত। বাকি রাজ্যগুলির ক্ষেত্রে কী অবস্থান নেওয়া হবে, তা আলোচনার অন্যতম মূল বিষয়। দ্বিতীয়ত, কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কী রণকৌশল নিয়ে এগোনো হবে, তা নিয়েও হবে আলোচনা। তৃতীয়ত, ইন্ডিয়া জোটের আহবায়ক কে হবেন? তাও চূড়ান্ত হতে পারে এই বৈঠকে। পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল দুশ্চিন্তায় ফেলেছে এ আইসিসি (AICC) কে। বিশেষ করে রাজস্থান ,মধ্যপ্রদেশ ছত্রিশগড়, এই তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবি। মান রক্ষা করেছিল শুধুমাত্র তেলেঙ্গানা। আর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা করছেন রাহুল গান্ধী। পূর্ব থেকে পশ্চিম ভারত অর্থাৎ মণিপুর থেকে শুরু করে মুম্বই পর্যন্ত যাত্রাপথ। যা খবর, এই যাত্রাপথ যে রাজ্য দিয়ে এগোবে, সেখানকার ইন্ডিয়া জোটের শরিকরাও যাতে অংশ নেন, তার জন্যও আমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির পক্ষ থেকে।