December 13, 2024 2:33 pm

২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 13, 2024 2:33 pm

২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্টারনেট থেকে মুখ ঘোরাতে নতুনত্ব ব্যবস্থাপনা কলকাতা আন্তর্জাতিক বইমেলায়

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#kolkata#international#bookfair#internet#Innovation#management#

Innovation management to turn away from the Internet at the Kolkata International Book Fair

কলকাতা

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ইন্টারনেটে যুগেও এমন বহু মানুষ রয়েছেন যারা কলেজস্ট্রিট বই পড়া কেন ,শহর শহরাঞ্চলের যেকোনো বইমেলাতেই তারা পৌঁছে যান। নতুন বইয়ের গন্ধ, নামিদামি লেখকের লেখা বই সাহিত্য কবিতা শিশুদের ছোট গল্প কিনতে।কবেই কলকাতা থেকে বইমেলা ঘুরপাক খেতে খেতে সল্ট লেকে পৌঁছে গিয়েছে। তবে মানুষের যাতায়াতে যাতে কোন সমস্যা না হয় তাই রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পরিবহনের ব্যবস্থা করেছে। বইপ্রেমীরা মনে করছেন যতই ইন্টারনেটের যুগে মোবাইলের ক্লিকের মধ্যে দিয়ে বহু গল্প বাড়িতে বসেই পড়া যায় ।কিন্তু এমন কিছু সাহিত্যিক বা লেখকের বই যা বই মেলাতেই পাওয়া যায় সেগুলো মোবাইল বা ইন্টারনেটে দেখতে পাওয়া যায় না।এবারের বইমেলায় বেশকিছু নতুনত্ব নিয়ে এসেছে গিল্ড।চলতি মাসেই শুরু হয়ে যাচ্ছে কলকাতার আন্তর্জাতিক বইমেলা এবারের বইমেলার থিম ব্রিটেন।

বইমেলায় মোট চারটি গেট করা হয়েছে। প্রতিটি গেটে থাকবে কিউ আর কোড। যার সাহায্যে অতি সহজে মেলা প্রাঙ্গনের ম্যাপ স্ক্যান করে মেলায় পছন্দমত স্টলে পৌঁছে যেতে পারবেন সে কারণেই এই বিশেষ উদ্যোগ। আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কলকাতা বইমেলা ২০২৪। বইপ্রেমীদের কথা মাথায় রেখে এবার অন্য বছরের তুলনায় একটু আগেই শুরু হচ্ছে বইমেলা। এবারের থিম ব্রিটেন। ইতিমধ্যেই পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এর তরফ থেকে আগেই সমস্ত পাবলিশার্স, লিটল ম্যাগাজিনের প্রকাশনা সংস্থাদের আবেদন জানানোর কথা ঘোষণা করে দেওয়া হয়েছিল। এ বছরের বই মেলার জন্য আবেদন গ্রহণ করা হয়েছে ৩১ আগস্ট পর্যন্ত। আর এখন শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বতে সেজে উঠছে সল্টলেকের সেন্ট্রাল পার্কের “বইমেলা প্রাঙ্গণ”। ৪৭ তম বইমেলার প্রস্তুতি তুঙ্গে। চলছে স্টল তৈরির কাজ। গতবছর বইমেলায় সবচেয়ে বেশি সমস্যা হয়েছে ইন্টারনেট পরিষেবায়। মেলা প্রঙ্গনে ইন্টারনেট দূর্বল থাকায় অনলাইন পেমেন্টে ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছিল বিক্রেতা ও গ্রাহকদের। তাই এবার প্রকাশকদের গিল্ডের কাছে আবেদন এবার ইন্টারনেট পরিষেবা যাতে ঠিক মত চলে সে দিকে একটু গুরুত্ব দেওয়ার। চলতি বছর এগিয়ে এসেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই এবার বইমেলাও এগিয়ে আনতে হয়েছে বলে মত গিল্ডের। তবে বইমেলা এগিয়ে আসায় শনিবার ও রবিবার ছাড়াও ২৩ জানুয়ারি ও ২৬ জানুয়ারি বইমেলা চলাকালীন আরও দুটি দিন ছুটির পাওয়া যাচ্ছে। যা বইপ্রেমী মানুষদের কাছে বেশ আনন্দের হবে বলে মত গিল্ডের আধিকারিকদের।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top