Two more in police net in connection with attack on ED, total arrest 4 in the incident, Sheikh Shahjahan still missing
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : হাইকোর্টের নির্দেশে আগামীকাল সোমবার পর্যন্ত ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের রক্ষাকবচ রয়েছে। পাশাপাশি শেখ শাহজাহানের বাড়িতে চুরির ঘটনায় যে এফআইআর দায়ের করা হয়েছিল তা ৩১ শে মার্চ পর্যন্ত স্থগিত রয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। ৫ই জানুয়ারি সকালে উত্তর ২৪ পরগনার দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি সন্দেশখালিতে দুর্নীতি দুর্নীতি র তল্লাশি চালাতে যায় ইডি। সেখানে গিয়ে তারা বিক্ষোভের মুখে পড়ে। গ্রামবাসীদের হাতে বেধড়ক মার খেতে হয়েছিল ইডি আধিকারিকদের। তিন জন আধিকারিককে হাসপাতালে ভর্তিও করাতে হয়। ওই দিন শাহজাহানের দেখা পায়নি ইডি।
ইডি আধিকারিকদের ওপর হামলা চালানোর ঘটনায় মোট ৪জনকে গ্রেফতার করলো ন্যাজাট থানার পুলিশ।সন্দেশখালি ঘটনায় ৯দিন কেটে গিয়েছে। এখনো পর্যন্ত অধরা মূল মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। শনিবার উত্তর চব্বিশ পরগনা ন্যাজাট থানার পুলিশ দুজন অভিযুক্ত কে গ্রেফতার করে যারা মূলত ইডি আধিকারিকদের উপরে হামলা চালিয়েছিল। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের পুলিশের জালে আরো দুই। ধৃতরা হলেন সঞ্জয় মণ্ডল ও আলি হোসেন ঘরামি। স্থানীয় সূত্রের খবর হামলার দিনের ভিডিও ফুটেজ দেখে তাঁদের আগেই সনাক্ত করা হয়েছিল আজ তাদের গ্রেপ্তার করা হয়। ধৃত সঞ্জয় সন্দেশখালির রামপুরের বাসিন্দা। তাঁকে ন্যাজাট থানা এলাকার বাগদি পাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। আলি হোসেন ঘরামি মিনাখাঁর বাসিন্দা। তাঁকে খরবেরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবারই তাঁদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।