BJP candidate appeared in Alimuddin, took blessings of Biman Basu
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ১ জুন কলকাতার উত্তর কেন্দ্রে লোকসভা নির্বাচন। এবার এখানে তিনজনই হেভিওয়েট প্রার্থী। সাম্প্রতিক পারফরমেন্সে অবশ্যই তৃণমূল কংগ্রেসের সুদিপ বন্দ্যোপাধ্যায় কয়েক যোজন এগিয়ে রয়েছেন, তবুও লড়াইয়ে রয়েছেন বিজেপির প্রার্থী তথা তৃণমুলের পদত্যাগী বিধায়ক তাপস রায় এবং কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য। এরই মধ্যে আলিমুদ্দিনে বিমান বসুর সঙ্গে দেখা করতে গেলেন বিজেপির প্রার্থী তাপস রায়। উত্তর কলকাতা কেন্দ্রে তাঁকে জিততে গেলে শুধু বিজেপির ওপর ভরসা করলে চলবে না, সেকথা ভালোই জানেন তাপস বাবু। সিপিআইএম ভোটে দাঁড়ালেন তাঁদের ভোটাররা বামেদেরই ভোট দিত।কিন্তু এই আসন যেহেতু কংগ্রেসকে ছেড়েছে বামেরা, সেক্ষেত্রে প্রদীপবাবু যে সব বামের ভোট পাবেন তার নিশ্চিয়তা নেই। তাই উত্তর কলকাতার বামের ভোট রামে টানতেই তাপস বাবুর এই যাওয়া বলে মনে করা হচ্ছে। যদিও তিনি বলেছেন, বিমান বসু এই কেন্দ্রের ভোটার, সেই সুবাদেই তাঁর কাছে আসা। অন্যদিকে বিমান বসুও জানিয়েছেন তিনি তাপস রায়কে আশীর্বাদ করেছেন ভোটে লডাইয়ের জন্য।