kolkata incident
নিজস্ব প্রতিনিধি, কলকাতা :
কলকাতার পর্ণশ্রী থানা এলাকায় নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক পুলিশকর্মী। স্থানীয় পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আত্মহত্যার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
পুলিশ সূত্রের খবর পুলক ব্যাপারী। বয়স ৩৫ বছর। কলকাতা পুলিশের ওয়ারলেস ব্রাঞ্চের কর্মী ছিলেন তিনি। পর্ণশ্রী থানা এলাকার গোপাল মিশ্র রোড এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। স্ত্রী থাকতেন সঙ্গে। মঙ্গলবার বাড়িতেই ছিলেন পুলিশ কর্মী। আচমকা গুলির শব্দ পান স্ত্রী। ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে স্বামী। তিনিই তড়িঘড়ি প্রতিবেশীদের খবর দেন, তবে শেষ রক্ষা হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পর্ণশ্রী থানার
পুলিশ। মৃত পুলক বাবুর দেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে। মৃতের স্ত্রী, সহকর্মী ও পরিজনদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও একই ঘটনা ঘটেছে বাংলায়। এর আগেও খাস কলকাতায় সার্ভিস রিভলভারের গুলিতে আত্মঘাতী হয়েছেন একাধিক পুলিশ কর্মী।