Officials investigating the ED are assessing the “success or failure” of the official transfer
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সন্দেশ খালি কাণ্ডের মূল মাস্টারমাইন্ড তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও ফেরার। তার নাগাল খুঁজে পাচ্ছেন না রাজ্য পুলিশ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারিই মাঝে কলকাতার ইডি অফিসে পৌঁছল দুঃসংবাদ।ইডি অধিকর্তা কলকাতা ঘুরে যাওয়ার পরেই রেশন দুর্নীতির তদন্ত কারি আধিকারিক বদল।
ইডি আধিকারিক রবীন্দ্র দাহিয়ার বদলে দায়িত্বেএলেন প্রশান্ত চান্দ্রিল। সেটা নিয়েই গুঞ্জন এখন সল্টলেকের ইডির সদর দপ্তর সিজিও কমপ্লেক্সে। এমন কি ঘটনা ঘটলো যে রাতারাতি বদলে ফেলা হলো ইডি আধিকারিককে। সন্দেশ খালির ঘটনায় সিআরপিএফ এর সঙ্গে সমন্বয়ের অভাব।ঘটনার সময় বাকি আধিকারিকদের অরক্ষিত রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ। আরও কিছু অভিযোগ উঠে এসেছে (সুত্র থেকে জানা গেছে) তবে ইডি সরকারি ভাবে এখনও এই বদল নিয়ে কোনো বক্তব্য করেনি।
ইডি অধিকর্তার সঙ্গে বৈঠকে আইজি সিআরপিএফ ঘটনার জন্য ইডির দিকেই আঙ্গুল তুলেছে। সমন্বয়ের অভাবে সন্দেশখালিতে এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে।