আদালতে ধাক্কা শেখ শাহজাহানের।
রাজ্য
দা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শাহজাহানের আগাম জামিনের মামলার শুনানি পিছিয়ে গেল। আগামী সপ্তাহে শুনানি ব্যাংকশাল ইডি বিশেষ আদালতে।
পুলিশের সাথে লকোচুরি খেলা করছে সন্দেশখালির বেতাজ বাদশা। গত ২৫ দিন ধরে নিখোঁজ। স্থানীয় নেতৃত্ব থেকে আইনজীবী সকলেই তাঁর নাগাল পাচ্ছেন, একমাত্র পুলিশ ছাড়া। মেঘনাদের মতো অন্তরালে থেকেই সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার তিনি আগাম জামিনের আবেদন জানালেন ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ ইডি আদালতে। শেখ শাহজাহানের সই করা হলফনামা আদালতে পেশ করেই তাঁর আগাম জামিনের আবেদন জানিয়েছেন আইনজীবী জাকির হোসেন। তা গ্রহণ করে আগামী ৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছে ব্যাঙ্কশাল আদালত। আইনজীবীকে সই করা হলফনামা পাঠিয়েছিলেন শেখ শাহজাহান। আজ তিনি তা আদালতে পেশ করেন। এদিকে, ইডির তরফে এই আগাম জামিন মামলার জন্য প্রস্তুতি ছিল না। তাই ইডি শাহজাহানের আগাম জামিনের বিরোধিতা করে পালটা হলফনামা দেওয়ার জন্য সময় চায় আদালতের কাছে। বিচারক তা মঞ্জুর করেন। আগামী শনিবার মামলার শুনানি।