6 cricketers of the Indian team got a place in the ICC’s best XI.
দেশ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : টানা ১০টি ম্যাচে জিতেও ২০২৩ -র সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। বিশ্বকাপ শেষ হওয়ার পরও ভারতের এই পরাজয় মেনে নিতে পারেননি সমর্থক থেকে ভারতীয় ক্রিকেটারদের অনেকেই। এরই মাঝে নতুন বছরেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে বাছাই করা হল ২০২৩-র ওয়ানডে ক্রিকেটের সেরা একাদশ। এই সেরা একাদশে জায়গা পেয়েছেন ভারতীয় দলের ৬ জন ক্রিকেটার এবং বিশ্বকাপ জয়ী টিম অস্ট্রেলিয়ার দুই জন ক্রিকেটার। ২০২৩-র একদিনের ক্রিকেটের আইসিসির সেরা একাদশে ভারতীয়দের মধ্যে জায়গা পেয়েছেন, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, স্পিনার কুলদীপ যাদব এবং দুই ভারতীয় পেসার মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার হয়ে জায়গা পেয়েছেন বিশ্বকাপ ফাইনালে শতরান করা ক্রিকেটার ট্রেভিস হেড এবং অস্ট্রেলিয় বোলার অ্যাডাম জাম্পা। আইসিসির সেরা একাদশের তিন নম্বরে রয়েছেন ট্রেভিস হেড। চার নম্বরে রয়েছে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। সদ্য সমাপ্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিলেন বিরাট এবং সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন ভারতীয় পেসার মহম্মদ শামী। এছাড়াও মিডল অর্ডার সামলানোর জন্য আইসিসির সেরা একাদশে স্থান পেয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন এবং অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার মার্কো জানসেন। যদিও স্টার্কের না থাকা অবাক করেছে অনেক বিশেষজ্ঞকেই। কারণ এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ানদের মধ্যে সব থেকে সফল পেসার মিচেল স্টার্কই।