Hyderabad’s record of highest runs in IPL again
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলে তৈরি হল নতুন রেকর্ড। এক ইনিংসে সব চেয়ে বেশি রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথমে ব্যাট করে ২৮৭ রান করে হায়দরাবাদ। সৌজন্যে ওপেনার ট্রাভিস হেডের অনবদ্য শতরান। ৪১ বলে ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন হেড। ইনিংসে ছিল ৯টি চার এবং ৮টি ছয়। আরসিবি বোলারদের নিয়ে কার্যত ছেলে খেলা করেন হেড। আরেক ওপেনার অভিষেক শর্মা করেন ৩৪ রান। এরপর নিজের চেনা ছন্দে রিস টোপ্লি, জস দয়ালদের শাসন করেন হেনরিখ ক্লাসেন। ৩১ বলে ৬৭ রান করেন দক্ষিণ আফ্রিকার এর ব্যাটার। মারেন ৭টি ওভার বাউন্ডারি। শেষ দিকে সামাদ ১০ বলে ৩৭ রানের ক্যামিও খেলেন। আইদেন মাকরম করেন ১৭ বলে ৩২ রান। আজ যে ছন্দে সানরাইজার্স ব্যাটাররা খেলছিলেন তাতে ৩০০ রান হলেও অবাক হওয়ার কিছু ছিল না। লকি ফারগুসন দুটি উইকেট নেন আরসিবির হয়ে। চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রান করে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন হেডরা। এবার নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙলেন তারা।