দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক :- অর্জুন পুরস্কার পেলেন ভারতের তারকা পেসার মহ শামি। কদিন আগেই তার নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করেছিল বিসিসিআই। এরপরই শিলমোহর দেয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রোপদী মূর্মূর হাত থেকে অর্জুন পুরস্কার পেলেন 2023 বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটের মালিক। ক্রীড়াক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার কোনও ক্রীড়াবিদের কাছে। কয়েক বছর আগে পর্যন্ত স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শামি। একটা সময় প্রায় খেলাই ছাড়তে বসেছিলেন । এমনকি আত্মহননের পথও বেছে নেওয়ার কথা ভেবেছিলেন উত্তর প্রদেশের এই পেসার। কিন্তু সেই পরিস্থিতি থেকে দুরন্ত কামব্যাক করেন। জাতীয় দলের প্রত্যেক ফরম্যাটের নিয়মিত সদস্য হয়ে ওঠেন। স্ত্রী তার বিরুদ্ধে করেছিলেন ম্যাচ ফিক্সিং, মহিলাসঙ্গের মতো একের পর এক অভিযোগ। কিন্তু সব জবাবই মহঃ শামি দেন মাঠেই। স্টার্কের মতো তারকা বোলারদের পিছনে ফেলে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি। দল চ্যাম্পিয়ন না হতে পারলেও ভারতের ফাইনালে ওঠার পিছনে তার অবদান কম নয়। বিশ্বকাপের প্রথম দিকে সুযোগ না পেলেও নিউজিল্যান্ড ম্যাচে মাঠে নেই পাঁচ উইকেট তুলে নেন শামি। জায়গা পাকা হয়ে যায় তাঁর। বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্সের পর অবশেষে শামির এই অর্জুন প্রাপ্তি। তাকে দেখে আগামি প্রজন্ম শিখবে কঠিন পরিস্থিতিতেও কিভাবে লড়াই করতে হয়।