No one is looking for the Trinamool leader. But Badsha of Sandeshkhali is equally ‘active’ on social media. He also wished democracy day on facebook and whatsapp group
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সপ্তাহ শেষে নতুন মাস পড়ে যাবে। এখন কোন খোঁজ নেই সন্দেশ খালির বাদশা শেখ শাহজাহানের। তৃণমূল নেতার খোঁজ পাচ্ছেন না কেউ। অথচ সোশাল মিডিয়ায় সমান ‘অ্যাকটিভ’ সন্দেশখালির বেতাজ বাদশা। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন তিনি। তবে পরে তা মুছে দেন। ২১দিন কেটে গিয়েছে ঘটনার।অন্তরালে থেকে শেখ শাহজাহান ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ৭৫ তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। শুধু তাই নয় ফেসবুকের প্রোফাইল পিকচারও বদল করা হয়েছে। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান কোথায় তা নিয়ে সরগরম বঙ্গের রাজনীতি। সন্দেশখালি কাণ্ডের পর তৃণমূল নেতাকে কেন এখনও গ্রেপ্তার করতে পারল না পুলিশ যা নিয়ে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।